সাবেক এমপি ছানোয়ারসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের সহসভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারনামীয় ও এমপি মো. ছানোয়ার হোসেন এবং মো. আবু মুসা আনসারী মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারী ও ছুলমাইদ এলাকা থেকে মো. সালাউদ্দিন সালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com