আখেরি মোনাজাতে শেষ এবারের বিশ্ব ইজতেমা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।

মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর।

কান্নাজড়িত কণ্ঠে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, ‘হে আল্লাহ, আপনি এ উম্মতকে রক্ষা করুন, আমাদের ইমানকে শক্ত করুন। আপনি আমাদের মাফ করে দিন। কোটি কোটি টাকা যেন আমাদের ইমান কেড়ে নিতে না পারে, আমাদের ইমান যেন নষ্ট না হয়—আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।’

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ (রোববার) সকাল থেকেই তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বহু মানুষ ইজতেমা ময়দানে আসেন। জায়গা না পেয়ে অনেকে মাঠসংলগ্ন সড়ক, গলি ও অলিগলিতে বসে পড়েন। পুরোনো খবরের কাগজ, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নেন তারা। এছাড়া পার্শ্ববর্তী বাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় বসেও মুসল্লিরা মোনাজাতে শরিক হন।

এর আগে, ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, যার বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। আজ (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর শেষ হলো।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com