রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। যার মূল্য ২১৩.১৩ মিলিয়ন ডলার। শুক্রবার (০৬ সেপ্টেম্বর ) ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে মস্কো। এ অবস্থায় রুশ হামলা ঠেকাতে পশ্চিমা বিশ্বের কাছে আরও আকাশ প্রতিরক্ষা দাবি করেছে কিয়েভ।
এ অবস্থায় জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ৫০ দেশের একটি অ্যাড-হক জোটের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ব্রিটেনের নতুন সরকার ইউক্রেনে দ্রুত সময়ের মধ্যে সামরিক সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাঠাবে।
হেইলি বলেন, আমাদের নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র পাঠাবে হবে তার প্রস্তুতকারক হলো থালেস। এটি ৬ কিলোমিটারের অধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং স্থাল, সাগর এবং আকাশ থেকে এটি নিক্ষেপ করা যাবে।
গত সোমবার রাশিয়া ইউক্রেনে ২০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ৭ জন নিহত এবং বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়।