রাশিয়ার কুরস্ক অঞ্চলের এক হাজার ২৯৪ বর্গ কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের সেনাদের দখলে। এই অঞ্চলের ১০০টি বসতি তারা নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনের কাছ থেকে এই হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা আক্রমণ চালাবেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) উপ-পরিচালক ডেভিড কোহেন। তবে এই কাজ করতে রুশ বাহিনী কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে বলে মনে করেন তিনি। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বুধবার (২৮ আগস্ট) একটি জাতীয় নিরাপত্তা সম্মেলনে কোহেন বলেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের যে তাৎপর্য, তা দেখা এখনো বাকি।
গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে ইউক্রেনীয় সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার ভেতরে বিদেশি সেনাবাহিনীর সবচেয়ে বড় অনুপ্রবেশ। টানা তিন সপ্তাহ ধরে জেলনস্কি বাহিনী সেখানে অবস্থান করছে। তাদের দখলে কুরস্ক অঞ্চলের এক হাজার ২৯৪ বর্গ কিলোমিটার এলাকা এবং ১০০টি বসতি। এ ছাড়া সেখান থেকে প্রায় ৬০০ রুশ সেনাকে আটক করা হয়েছে। ইউক্রেনের শীর্ষ কমান্ডার জেনারেল অলেক্সান্ডার সিরস্কি এমন দাবি করেছেন।
সিআইএ প্রধান বলেন, আমরা নিশ্চিত যে পুতিন সেই অঞ্চলটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পাল্টা আক্রমণ চালাবে। আমি মনে করি রাশিয়ানদের জন্য এটি একটি কঠিন লড়াই হবে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পুতিন ইউক্রেনে রুশ সেনা পাঠালে এই যুদ্ধ শুরু হয়। আড়াই বছর পার হলেও এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে মঙ্গলবার (২৭ আগস্ট) জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হবে। তবে এটি করতে হলে তার দেশকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এই বিষয়টি সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দুজন সম্ভাব্য উত্তরসূরির কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি।