আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর মঙ্গলবারের (২৭ আগস্ট) কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
যদিও বিক্ষোভের কোনো অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। আর কর্মসূচি প্রত্যাহারের কোনো ঘোষণাও দেয়নি আয়োজকরা। এ অবস্থায় নবান্ন ঘেরাও কর্মসূচি ঘিরে কলকাতায় কী হতে চলেছে, তা নিয়ে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে।
রাজ্যের শাসকদল তৃণমূল অভিযোগ করেছে, নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো, এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ।
বক্তব্যের সমর্থনে এ সময় দুটি গোপন ভিডিও প্রকাশ করেন কুনাল, যেখানে মঙ্গলবারের কর্মসূচিতে লাশ ফেলার কথা বলা হয়। এমন খবর দিয়েছে আনন্দবাজার অনলাইন।
আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এক সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার জানান, মঙ্গলবারের কর্মসূচির জন্য প্রথমে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি চাওয়া না হলেও সোমবার দুপুরে দুটি ইমেইল আসে। কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ দুই সংগঠনকেই নবান্ন অভিযানের অনুমতি দেয়নি।