বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে ২য় দিনেও খাদ্যসামগ্রী ও ত্রান বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রান বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ।
বন্যা প্রসঙ্গে নূরুল ইসলাম নয়ন বলেন, বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতের দায় আছে। শুকনো মৌসুমে তারা বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে যাওয়া হবে।
বানবাসী অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য বিএনপি সব নেতাকর্মীকে ধন্যবাদও জানান তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে থাকার আহ্বানও জানান তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের কুকর্মের ফল ভোগ করছে। লম্পট মন্ত্রী-এমপিরা এতো কুকর্ম করেছে যে বন জঙ্গলেও আওয়ামী লীগের জায়গা হচ্ছে না। এখন বনে জঙ্গলে, খালে-বিলে লুকিয়ে থেকেও রেহাই পাচ্ছে না।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বানভাসি মানুষ আছেন এবং মানবতার জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সিলেট বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ মৌলভীবাজার জেলা যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ ।