বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও ত্রান বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রান বিতরণ করা হয়।
যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। এই দল দেশের মানুষের যেকোন সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা নির্দেশনা মোতাবেক সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি।
এসময় মৌলভীবাজার জেলা যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।