আজ (২৩ আগষ্ট) সারাদেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌ খান অভিনীত চলচ্চিত্র ‘অমানুষ হলো মানুষ’। এতে জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই ছবিটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর।
নতুন ছবি নিয়ে চিত্রনায়িকা মৌ খান বলেন, ‘সাধারণ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি নির্মিত হয়েছে। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের একটা দর্শকমহল আছে। তারা ছবিটি দারুণ উপভোগ করবে বলে আশা করছি।’
চরিত্র নিয়ে মৌ খান বলেন, ‘এখানে আমি একজন স্কুল শিক্ষক ও প্রতিবাদী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে। এ কারণে সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’
এ ছবিতে আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।
এদিকে মৌ খান অভিনীত আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘বাংলার হারকিউলিস’। এটিও দ্রুত মুক্তি পাবে বলে জানালেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘তবুও প্রেম দামি’।