শিরোনাম
লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী লস অ্যাঞ্জেলেসে কষ্টের কথা জানান নোরা শেষ মুহূর্তে উসমান ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর…… ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দ্বিতীয় চাঁদ, থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত

তদন্তে বাধা: মাল্টি সিকিউরিটিজের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে-আইপিও/আরপিও/কিউআইও’র কোটা স্থগিত রাখা, প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন স্থগিত রাখা, স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচায় মার্জিন লিমিটেডের ফ্রি লিমিট স্থগিত রাখা।

প্রতিষ্ঠানটির নানা অনিয়ম তদন্তে বিএসইসি গঠিত তদন্ত কমিটির কাজে বাধা দেওয়া ও অসহযোগিতার অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএসইসি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে সম্মিলিত গ্রাহক হিসাবে বড় আকারের ঘাটতিসহ নানা অনিয়মের আভিযোগ রয়েছে। এসব আভিযোগ তদন্তে গত ৪ জুলাই বিএসইসি একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা গতকাল বুধবার মাল্টি সিকিউরিটিজের অফিস পরিদর্শনে যায়। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত কমিটিকে কোনো সহযোগিতা করেনি। এমনকি কমিটি কর্মকর্তাদেরকে কিছু নথিপত্র সরবরাহ করার জন্য অনুরোধ জানালে তারা তা দিতে অস্বীকৃতি জানান। কমিটি ব্রোকারহাউজটির ব্যাক-অফিস সফটওয়্যার দেখতে চাইলে তা-ও দেখতে দেওয়া হয়নি। কমিটি ওই ব্রোকারহাউজের গ্রাহকদের অর্থ ও শেয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এছাড়া ব্রোকারহাউজটির দুই কর্ণধার চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামের কোনো সন্দেহজনক লেনদেন আছে কিনা, সে ব্যাপারেও অন্ধকারে আছে কমিটি। এ বাস্তবতায় বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে নিচের ব্যবস্থাগুলো নিয়েছে বিএসইসি-

০১. পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ব্রোকারহাউজটির ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকবে।

০২. শেয়ারহোল্ডার হিসেবে দুই স্টক এক্সচেঞ্জ থেকে প্রতিষ্ঠানটির যে লভ্যাংশ পাওয়ার কথা, সেটি স্থগিত থাকবে।

০৩. ব্রোকারহাউজটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আইপিও/আরপিও/কিউআইও এর কোনো কোটা সুবিধা পাবে না বা এলিজিবল ইনভেস্টর/কোয়ালিফাইয়েড ইনভেস্টর হিসেবে কোনো নিলামে অংশ নিতে পারবে না।

০৪. স্টক ব্রোকার ও ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) এর লাইসেন্স নবায়নের সুযোগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

০৫. ব্রোকারহাউজটি পরবর্তী নির্দেশ না দেওযা পর্যন্ত নতুন কোনো শাখা বা ডিজিটাল বুথ খুলতে পারবে না।

০৬. ব্রোকারহাউজটির দুই কর্ণধার চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক জালাল একরামুল কবীরের সব বিও হিসাবও স্থগিত থাকবে।

০৭. সম্মিলিত গ্রাহক হিসাবের ঘাটতি সমন্বয় করার পর স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কমপক্ষে এক বছর প্রতিষ্ঠানটিকে নিবিড় মনিটরিংয়ে রাখবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com