বন্যায় কতগুলো মোবাইল টাওয়ার অচল, জানালো বিটিআরসি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ভারত থেকে আসা ঢল আর ভারী বর্ষণে ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় অচল হয়ে পড়েছে প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বন্যা কবলিত ১২টি জেলার ১২ হাজার ১৭৯টি সাইট বা টাওয়ারের মধ্যে ১০ হাজার ১৫৪টি সাইট সচল আছে। আর অচল হয়ে পড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ার।

বিটিআরসির তথ্যমতে, মারাত্মক বন্যা পরিস্থিতিতে ফেনীর ৭১ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। আর খাগড়াছড়িতে এ হার ৪৫ শতাংশ।

মোবাইল অপারেটররা জানায়, বন্যা কবলিত অঞ্চলে আমাদের অপারেটরদের টাওয়ার এলাকা ডুবে গেছে। এসব টাওয়ারে একদিকে বিদ্যুৎ সংযোগ নেই, অন্যদিকে তুমুল স্রোতে অন্যান্য প্রাসঙ্গিক যান্ত্রিক সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না৷ যার কারণে নেটওয়ার্ক রি-ইনস্টল করা যাচ্ছে না। তারা জানান, অপারেটররা কাজ করে যাচ্ছে। নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু স্রোত না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় নেটওয়ার্ক পুনঃসংযোগ করা সম্ভব নয়।

জানা গেছে, বন্যা পরিস্থিতিতে সব থেকে বেশি খারাপ অবস্থা ফেনীর। এ এলাকার মোবাইল নেটওয়ার্ক সচল করতে এরই মধ্যে ফেনীর জেলা প্রশাসকের কাছে ৫টি ভিস্যাট পাঠানো হয়েছে। বন্যা প্লাবিত বিভিন্ন এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি ভিস্যাট প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি চারটি মোবাইল অপারেটরের সহায়তায় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মোবাইল ব্যবহারকারীদের জন্য ৫০০ মেগাবাইট ডেটা ফ্রি করা হয়েছে।

টাওয়ার সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথা জানিয়েছে বিটিআরসি। একইসঙ্গে ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর কিংবা পোর্টেবল জেনারেটরের মাধ্যমে টাওয়ার সচল রাখতে সংস্থাটি মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com