গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর নতুন ছন্দে ফিরেছে রাজনৈতিক দলগুলো। নেতাকর্মীরা জনগণের দরগড়ায় পৌঁছে দিচ্ছেন দলীয় বার্তা। বাড়াচ্ছেন জনসম্পৃক্ততা। কদর বেড়েছে ত্যাগী নেতাকর্মীদের। তবে এরই মধ্যেও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে কঠোর হয়েছে বিএনপি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত করা হয়েছে শামা ওবায়েদের। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় পদ স্থগিত করা হয়েছে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পদটি স্থগিত করার কোনো কারণ বলা হয়নি। তবে তাকে ঢাকায় তলব করা হয়েছিল।
দলের নীতি ও আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কারণ দর্শানো হলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি। পরে তাকে পদাবনতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়।