গাজার পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে ব্যথিত চীনা প্রেসিডেন্ট

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

অবরুদ্ধ গাজা উপত্যকার ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতির ব্যাপারে ‘গভীর বেদনা’ অনুভব করছেন বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থায় পৌঁছেছে। চীন এ ব্যাপারে গভীর বেদনা অনুভব করছে।

গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে ইসরাইল বিমান হামলায় সৃষ্ট আগুনে পুড়ে অন্তত ৫০ জন নিহত হওয়ার কয়েকদিন পর এ অনুভূতি ব্যক্ত করলেন শি। রাজধানী বেইজিংয়ে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসিসহ আরো কয়েকজন আরব নেতার সঙ্গে এক বৈঠকে গাজা পরিস্থিতির ব্যাপারে তার কষ্টের কথা জানান তিনি ।

চীনা প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এই যুদ্ধের বিস্তৃতির প্রভাব প্রতিহত করার পাশাপাশি আরো বড় ধরনের মানবিক সংকট ঠেকাতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন [গাজা] যুদ্ধ বন্ধ করা।

এদিকে বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাফায় ইসরাইলের সামরিক তৎপরতায় বেইজিং গভীর উদ্বেগ প্রকাশ করছে। আন্তর্জাতিক সমাজ রাফায় আগ্রাসন বন্ধ করার যে আহ্বান জানাচ্ছে ইসরাইলকে তা মানতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং আমরা এই মুহূর্তে সকল পক্ষকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আর কোনো নিরপরাধ মানুষের রক্ত ঝরতে দেয়া কিংবা গাজা উপত্যকার মানবিক পরিস্থিতিকে এর চেয়ে শোচনীয় অবস্থায় পৌঁছাতে দেয়া যায় না। পার্সটুডে

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com