যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে অন্তত ১৫ জনের প্রাণহানি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের চার রাজ্যে প্রবল ঘূণিঝড়ে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা ও কেনটাকি; এই চার প্রদেশে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রবিবার (২৬ মে) আঘাত হানা টর্নেডো ও ঝড়ে এসব রাজ্যের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটি বলছে, শক্তিশালী টর্নেডোর আগাতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাস রাজ্যে। কুক কাউন্টিতে একই পরিবারের তিনজনসহ অন্তত সাতজন নিহত হয়। আহত হয়েছে শতাধিক। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, তার রাজ্যের সমস্ত কাউন্টির এক তৃতীয়াংশের বেশি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

ঝড়ের পর ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার প্রায় ২০০টি ঘরবাড়ি ও ১২০টি অন্যান্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যানবাহনের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার ঘরবাড়ি।

আরকানসাস রাজ্যে পাঁচজন নিহত হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে এখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায়, অন্ধকারে বসবাস করছেন অনেক মানুষ।

ঝড়ে ওকলাহোমায় দুইজন ও কেন্টাকিতে একজন নিহত হয়েছে। শনিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানে ওকলাহোমায়। রবিবার কেনটাকির লুইসভিলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে গাছ ভেঙে একজন মারা যায়।

এছাড়া চলতি বছর ১ জুন থেকে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে একাধিক আটলান্টিক হ্যারিকেন বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com