প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে ৩০টি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিরোধী দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসে অস্ত্র চোরাকারবারি করতে। হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করে তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
শনিবার (২৫ মে) রাজধানীর বঙ্গবাজারে বহুতল আধুনিক বিপনীবিতানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুরনো ঢাকা উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি আমলে এই এলাকায় প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যা সমাধান করেছে সরকার। ঢাকা মহানগরীর কারওয়ান বাজারের মতো চার জায়গায় চারটি হোলসেল মার্কেট বানানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
ঢাকার কোনো বস্তি নোংরা অস্বাস্থ্যকর থাকবে না জানিয়ে তিনি বলেন, বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট তৈরি করছে সরকার। বস্তিবাসীদের জন্য ঘরে ফেরা কর্মসূচি নেয়া হবে। গ্রামে ফিরে যেতে চাইলে ভিটা থাকলে ঘর-বাড়ি করে দেয়ার আশ্বাস দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।