ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত নৌপথে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কুরবানির ঈদে নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সেই সাথে কুরবানির পশুবাহী নৌযানে চাঁদাবাজি বন্ধে নৌপথে টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, কাজিরহাট, পাটুরিয়সহ নৌপথে ফেরি বাড়ানো হবে। এছাড়া চাঁদপুরে হয়ে লঞ্চ বাড়ানো হবে। সেই সাথে ঈদযাত্রার সময়ে বৈরী আবহাওয়া থাকতে পারে। তাই যাত্রার আগে আবহাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।