বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রাজস্থান রয়্যালস। বুধবার (২২ মে) আহমেদাবাদে এলিমিনেটর ম্যাচে সঞ্জু স্যামনসদের জয় ৪ উইকেটে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ তাদের সানরাইজার্স হায়দারাবাদ।
টানা ষষ্ঠ জয়ে আইপিএলের প্লে-অফ জায়গা পাওয়া ব্যাঙ্গালুরু এ দিন টস হেরে ব্যাটিং পায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দারুণ বোলিংয়ে ফাফ ডু প্লেসিসের দলকে ৮ উইকেটে ১৭২ রানে আটকে দেয় রাজস্থানের বোলাররা। সন্দিপ শর্মা ৪৪ রানে তিনটি, রবিচন্দ্র অশ্বিন ১৯ রানে দুটি উইকেট নেন। ব্যাঙ্গালুরুর ব্যাটিংয়ে বিরাট কোহলি ২৪ বলে ৩৩, ক্যামেরন গ্রিন ২১ বলে ২৭, রজত পাতিদার ২২ বলে ৩৪ ও মহিপাল লমরো ১৭ বলে ৩২ রান যোগ করেন।
সবশেষ পাঁচ ম্যাচে জয়হীন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও টম কোহলার ৩৩ বলে ৪৬ রান জুড়ে দেন। কোহলার ১৫ বলে ২০ করে আউট হওয়ার পর অধিনায়ক স্যামসনের সঙ্গে স্কোর দশম ওভারে ৮১-তে নিয়ে ফেরেন জয়সওয়াল। ৩০ বলে আট চারে ৪৫ করেন রাজস্থান ওপেনার। এরপর রিয়ান পরাগের ২৬ বলে ৩৬, শিমরন হেটমায়ারের ১৪ বলে ২৬ ও রভম্যান পাওয়েলের ৮ বলে অপরাজিত ১৬ রানে ছয় বল আগে চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রাজস্থান। হায়দারাবাদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে আছে কলকাতা নাইট রাইডার্স।