নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলোকবালী উত্তর পাড়া সংলগ্ন নুনদের চক নামক স্থানে ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি মো. তানভির আহম্মেদ।
নিহতরা হলেন, আলোকবালী ইউনিয়নের আমান মিয়ার স্ত্রী শরিফা বেগম(৫০), একই ইউনিয়নের হাসেম আলীর ছেলো কাইয়ুম মিয়া (২০) ও রায়পুরা উপজেলার ইকবাল হোসন (১২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. তানভির আহম্মেদ বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিছু শ্রমিক ধান কাটার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়।