ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ড্রেসআপ ও স্টাইলে বেশ ফ্যাশনিস্তা তিনি। গর্জিয়াস লাইফে অভ্যস্ত এই নায়িকার ওয়ারড্রোবের খোঁজ নিয়েছে কালবেলা। তাতে রয়েছে বিলাসী যত পোশাকের পসরা। একেকটার দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। একটি ট্রাউজারের দামই দুই লাখ টাকা!
১৪ এপ্রিল কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলার ২১তম এপিসডের অতিথি ছিলেন ইয়ামিন হক ববি। সেখানে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে তার ফ্যাশন ও স্টাইলের ফিরিস্তি। বাসায় কী পরতে পছন্দ করেন, বাইরের পোশাক কেমন হওয়া চাই, কোথায়ইবা শপিং করেন—এসব বিষয়ে কালবেলার সঙ্গে খোশগল্পে মাতেন তিনি।
নিত্যদিনের পরিধেয় হিসেবে জিন্স, টি-শার্ট ও ফতুয়াই পছন্দ ববির। শাড়িও ভালো লাগে তার। জামদানীতেই কাতর এই নায়িকা। তাই তার ওয়ারড্রোবে রয়েছে ৩০টি জামদানি। যদিও শুটিং বা প্রোগ্রাম ছাড়া শাড়ি পরা হয় না ববির। কারণ হিসেবে জানালেন, এটি পরতে নাকি অনেক প্রিপারেশন লাগে। তবে শাড়িতে তাকে ভালো লাগে এমন প্রশংসা শোনেন হরহামেশা।
ব্র্যান্ডেড পোশাকের প্রতিই বেশি ঝোঁক এই সুন্দরীর। পছন্দের ব্র্যান্ডের বিষয়ে জানতে চাইলে গড়গড় করে বলে দিলেন গুচি, মাইকেল কর্স, জারা ও আরমানির নাম।
নায়িকা ববিকে ট্রাউজার কালেকটর বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না। বাহারী ট্রাউজারে পূর্ণ তার আলমারি। জানিয়েছেন দামও। সবচয়ে কম দামের ট্রাউজারটির মূল্য এক হাজার টাকা। বেশি দামেরটি দুই লাখ।