বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ৯ মাস বয়সী মেয়েকে অনলাইনে ধর্ষণের হুমকি দেয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
২৪ অক্টোবর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর থেকে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলির মেয়েকে নিয়ে বিভিন্ন ঘৃণ্য মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। এছাড়া ভারতীয় ক্রিকেটার মো. সামির পক্ষে নিজের সমর্থন জানানোর পর থেকে এ ঘৃণা প্রচারের মাত্রা আরও বাড়তে থাকে।
মঙ্গলবার ইউএনবিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, দিল্লি পুলিশের সাইবার গোয়েন্দারা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শার্মার মেয়েকে অনলাইনে ধর্ষণের হুমকির বিষয়টি তদন্ত করছে। অপরাধীকে ধরতে ও তাদের আইনের আওতায় আনতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলেও জানিয়েছে সূত্র।