টেকনাফ সীমান্তে রাতভর থেমে থেমে গোলাগুলি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

নড়াইল : নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলভাগ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার শালনগর গ্রামের মৃত সামাদ খানের ছেলে নাহিদ খান, বেল্লাল শেখের ছেলে আরাফাত শেখ ও আলী হাসানের স্ত্রী মো. রোজিনা খানম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি টি-শার্ট পরেন স্থানীয় এক চা দোকানির ছেলে। এতে বিএনপিকর্মী আকিজের ছেলে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ কর্মী নাহিদ খান ঘটনার প্রতিবাদ জানান। ঘটনা গড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল কাজী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টুটুলের মধ্যে।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়া স্থানীয়ভাবে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সালিশ করেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের বিচারে অসন্তোষ প্রকাশ করে বাগবিতণ্ডায় জড়ান। এ ঘটনার পর নাহিদকে মন্ডলভাগ বাজারে একা পেয়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে আহত করেন বিএনপিকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার খবর শুনে পাল্টা হামলা চালান। ঘটনাস্থলে সংঘর্ষের মাঝে পড়ে আহত হন আরও দুজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহত নাহিদ বলেন, চেয়ারম্যান নৌকা প্রতীকের হলেও তিনি বিএনপিকর্মীদের প্রশ্রয় দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার বিচার কি শুধু ধমক! আজকের এ ঘটনার মূলহোতা ইউপি চেয়ারম্যান লাবু মিয়া, উনি পেছনে থেকে কলকাঠি নেড়ে ঘটনাটি ঘটিয়েছেন।

এ দিকে আহত নারী রোজিনা খানম বলেন, ‘আমি বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম। ঝামেলা চলছিল দেখে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গেলে কে বা কারা আমার মাথায় কোপ দেয়। আমি মাটিতে পড়ে যাই। পরে আমার কিছু মনে নেই।’

অ্যাম্বুলেন্স চালক পিকুল মোল্যা বলেন, ‘শালনগর থেকে ফোন আসে মারামারিতে আহত রোগীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। আমি দ্রুত ঘটনাস্থলে গেলে রোগী নাহিদকে নিয়ে আধা কিলোমিটার পার হওয়ার পর প্রতিপক্ষের লোকজন পথ আটকে দেয়। তারা ইটপাটকেল মেরে আমার অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে দেন, পরিস্থিতি খারাপ দেখে আমি দ্রুত অ্যাম্বুলেন্স চালাই।’

শালনগর ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় পর্যায়ে সামাজিক দ্বন্দ্বের সালিশ করে উভয়পক্ষকে শান্ত থাকতে বলি। কিন্তু নাহিদ ও শিমুল বিচার নিয়ে বাজে মন্তব্য করেন। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

কী বিষয় নিয়ে বিরোধ হয়েছিল এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘কী নিয়ে বিবাদ তা ঠিক জানা যায়নি। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে এমন অভিযোগের সালিশ করছেন কি না প্রশ্নে লাবু মিয়া বলেন, না এমন কোনো ঘটনা ঘটেনি।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com