আগের দুই ম্যাচে টানা হ্যাটট্রিক করে আল নাসরকে বড় জয় এনে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা। এই ম্যাচে শেষদিকে গোলের দেখা পায় আল নাসর।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আইমেরিক ল্যাপোর্টে।
ম্যাচটিতে ৬৬ মিনিটে মাঠে নামানো হয় রোনালদোকে। তবে তিনি নেমেও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা সিআরসেভেন এ দিন যেন নিজের ছায়া হয়েই ছিলেন। তবে যোগ করা সময়ে তার দল গোল পাওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল-নাসর।
এবার প্রো লিগের শিরোপা জয় হয়তো সম্ভব নয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। ২৭ ম্যাচে ৭৭ পয়েন্ট আল হিলালের। দামাক ক্লাবকে হারানোর পর আল নাসরের ২৭ ম্যাচে পয়েন্ট ৬৫। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১২। এই ব্যবধান আপাতত ঘোচানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পক্ষে।