বান্দরবানের রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ছয়টি মামলা করেছে পুলিশ।
শুক্রবার থানচি থানার চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সঞ্জয় সরকার জানান, রুমা ও থানচি থানায় ছয়টি মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, থানচি থানায় সশস্ত্র কেএনএফ সদস্যরা সরাসরি হামলা চালায়নি। তারা থানচি বাজারে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং পুলিশকে পাল্টা গুলি করতে বাধ্য করে। তারা তিনটি জিপে চড়ে থানচি বাজারে এসেছিল।
বিজিবি ক্যাম্প, সেনা ক্যাম্প ও থানা পুলিশের সর্তক অবস্থানের পরও বারবার হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের উদ্দেশ্য কী তা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। আমরা এ নিয়ে কাজ করছি।
জানা গেছে, মামলার এজাহারে কুকি চিন সন্ত্রাসীদের কথা উল্লেখ থাকলেও কারো নাম নেয়া হয়নি। সব মামলায় এজাহারে পাঁচশত আসামি অজ্ঞাত লেখা রয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূর আলম মিনা বলেন, দুই থানায় ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই, ডাকাতির ঘটনায় কয়েকশ অজ্ঞাত সন্ত্রাসীকে আসামি করে ৬টি মামলা দায়ের করা হয়েছে। রাতে থানচি থানায় আক্রমণের ঘটনায় আরো একটি মামলা করা হবে।