ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশকে হতাশ করে দিয়ে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের জোড়া অর্ধশতকে ভর করে ৫৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৪ রান করে চা পানের বিরতিতে গেছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন দিমুথ করুণারত্নে ও নিশান মাদুশকা। শুরু থেকেই তারা দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ১৩ রানেই ভেঙে যেতে পারতো এই জুটি। ১৮ বলে ৯ রান করা নিশান মাদুশকা টেস্টে অভিষেক হওয়া হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দেন। সেখানে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। যার ফলে জীবন পান নিশান মাদুশকা।
জীবন পেয়ে দিমুথ করুণারত্নেকে নিয়ে আরও সাবধানেই খেলতে থাকেন মাদুশকা। তাদের এই জুটিতে ভর করে ১৪ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে শ্রীলঙ্কা। এরপরেই বাংলাদেশের বিপক্ষে দলীয় অর্ধশতক পূর্ণ করেন ৯ রানে জীবন পাওয়া মাদুশকা। তার অর্ধশতক ও দিমুথ করুণারত্নের ৩৩ রানে ভর করে ২৭ ওভারে ৮৮ রান করে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতি থেকে দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে এই জুটিকে আর বেশদূর এগোতে দেননি মেহেদেী হাসান মিরাজ। মিরাজের বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ১০৫ বলে ৫৭ রান করা মাদুশকা। তার বিদায়ে ৯৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
মাদুশকার বিদায়ের পর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি গড়েন দিমুথ করুণারত্নে। মাদুশকার পর এই দুই ব্যাটারও তুলে জোড়া অর্ধশতক। দিমুথ করুণারত্নে বাংলাদেশের বিপক্ষে ৯৩ বলে তুলে নেন অর্ধশতক আর কুশল মেন্ডিস ৮৭ বলে তুলে নেন অর্ধশতক।
এই জুটিতে ভর করে ৫৩ ওভার ১ বলে ভর করে দলীয় ২০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। তবে এরপরেই এই জুটিকে থামান হাসান মাহমুদ। হামান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ১২৯ বলে ৮৬ রান করা দিমুথ করুণারত্নে। তার বিদায়ে ভাঙে ১১৪ রানের জুটি। কুশল মেন্ডিসের অপরাজিত ৬৫ রান ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১ রানে ভর করে ৫৮ ওভারে শেষে ২১৪ রান করে চা পানের বিরতিতে গেছে শ্রীলঙ্কা।
দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ দেয়া হয়েছে শরিফুল ইসলামকে। গত টেস্টে অভিষিক্ত নাহিদ রানাকে বাদ দেয়া হয়েছে এই ম্যাচে। তার বদলি হিসেবে অভিষেক হয়েছে হাসান মাহমুদের।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাধ্য হয়ে একটি পরিবর্তন আনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ইনজুরির কারণে গত টেস্টে ৮ উইকেট নেয়া কাসুন রাজিথাকে পাচ্ছে না লঙ্কানরা। তার বদলে দলে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো। বাংলাদেশের বিপক্ষে বল হাতে দারুণ রেকর্ড রয়েছে এই পেসারের। ২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট নেয়ার কীর্তি রয়েছে এই আসিথার।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম , খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।