যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কার্গো জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি সেতু ভেঙে পড়ার ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ দু’জনের মরদেহ উদ্ধারের খবর জানায়।
তারা হলেন- মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে, ৩৫, এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা, ২৬। পানিতে নিমজ্জিত একটি ট্রাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার ভোরে একটি কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুটি ভেঙে পড়ে। এতে সেতুতে থাকা বেশ কয়েকটি গাড়ি পানিতে পড়ে যায়। এসময় আটজন নির্মাণ শ্রমিক নদীতে পড়ে যান। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও ছয়জনকে নিখোঁজ ঘোষণা করা হয়।
সেতু ভেঙে নদীতে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। সোনার স্ক্যান ব্যবহার করে বাকি মরদেহগুলো খোঁজা হচ্ছে। সূত্র : বিবিসি