আগেই দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে যায় তাই বাংলাদেশ জন্য হোয়াটওয়াশ এড়ানোর তথা মান বাঁচানোর। সেই ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার (২৭ মার্চ) মিরপুরে টস হেরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাট করতে নেমে দলের ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যায় ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় ৮ রানের মাথায় আউট হন আরেক ওপেনার ফারজানাও। এলিসা পেরি ফেরান ০ রান করা সুমাইয়াকে আর ফারজানা আউট হন কিম গার্থের বলে ৫ রান করে।
দলের রান ৩২ না হতেই ৫ উইকেট হারিয়ে বসে নিগার সুলতানা জ্যোতিরা। মুর্শিদা খাতুনকে নিজের দ্বিতীয় শিকার বানান পেরি। ব্যক্তিগত দ্বিতীয় ও তৃতীয় শিকার বানিয়ে কিম গার্থ ফেরান রিতু মনি ও ফাহিমা খাতুনকে। ফাহিমা ০ রানে ফেরেন আর বাকি দুইজন করেন ৮ ও ১ রান।
উইকেট বাঁচিয়ে ৩৯ বলে ১৬ রান করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও পারেননি দলের হাল ধরতে। দলীয় ৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে তার আউটে। সোফি মলিনেক্সের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর দলের স্কোরবোর্ডে যোগ হয় ৩৬ রান। ৮৯ রানে অলআউট হওয়ার আগে রাবেয়া ৪, স্বর্ণা ও সুলতানা ১০ রান ও মারুফার ব্যাটে আসে ১৫ রান। নাহিদা আক্তার তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন ০ রানে।
রাবেয়া, স্বর্ণা ও সুলতানা পরিণত হন গার্ডনারের শিকারে আর নাহিদা আউট হন মলিনেক্সের বলে।
অ্যাশলে গার্ডনার ও কিম গার্থ দুজনেই শিকার করেন সমান ৩টি করে উইকেট। এলিসা পেরি ও সোফি মলিনেক্স করেন ২টি করে উইকেট শিকার।