কলকাতার রোমাঞ্চকর জয় নাকি হায়দরাবাদের অবিশ্বাস্য হার-ইডেন গার্ডেনে আইপিএলের সদ্য সমাপ্ত ম্যাচটাতে চোখ রাখলে এ নিয়ে কিছুটা দ্বিধায় থাকতে পারেন আপনিও! কেকেআরের দেওয়া ২০৯ রানের পাহাড় তাড়ায় শেষ তিন ওভারে জয়ের জন্য হায়দরাবাদের লক্ষ্য ছিল ৬০ রান। ক্রিজে তখন সেট ব্যাটসম্যান বলতে গেলে হেনরিখ ক্লাসেন। ১৮ তম ওভারে বরুণ ধাওয়ানকে দুই ছক্কা মেরে আশা জিইয়ে রাখলেন। নতুন ব্যাটিংয়ে নামা শাহবাজ হাঁকালেন আরও এক ছয়। ১৮ তম ওভারে এলো ২১ রান।
১৯তম ওভারে কলকাতা অধিনায়ক বল তুলে দিলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি তথা প্রায় ২৫ কোটি রুপির মিচেল স্টার্ককে। আগের তিন ওভারে বেশ খরুচে ছিলেন। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের শেষ ওভারটা করতে এসে যেন আরও গুবলেট বাঁধিয়ে ফেললেন। ক্লাসেন ও শাহবাজ দুজনে মিলে চার ছক্কা হাঁকালেন টার্ককে। এক ওভারেই রান উঠল ২৬! অজি এই তারকা পেসার নিজের কোটা শেষ করলেন ৪ ওভারে ৫৩ রানে। ওভার প্রতি ১৩.৭৫। যদিও উইকেট পাননি একটিও।
পাহাড়সম পুঁজি গড়েও বোলারদের ব্যর্থতায় দল যখন ডুবছে, কলকাতার ঘরের মাঠের গ্যালারি তখন স্তব্দ। পিনপতন নীরবতার মাঝেই মাত্র ২৫ বলে ঝোড়ো ফিফটির উদযাপনটা সারলেন ক্লাসেন। শেষ ওভারে হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ১৩। আক্রমণে এসেই প্রথম বলে ছক্কা হজম করলেন অখ্যাত হার্ষিত রানা। ৫ বলে ৭! জয় যেন কেবল অপেক্ষা মাত্র হায়দরাবাদের। তবে ক্রিকেট যে চরম অনিশ্চয়তায় মোড়ানো এক খেলা সেটারই যেন বড় বিজ্ঞাপন হয়ে থাকল পরের ৫ টা ডেলিভারি।
প্রথম বলে ছক্কার পরের বলে সিঙ্গেলস। তৃতীয় বলে শাহবাজের উইকেটে ম্যাচের রং কিছুটা বদলায়। চতুর্থ বলে মার্কো জানসেন সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন ক্লাসেনকে। ২ বলে ৫ রান সহজ লক্ষ্য। তবে বড় শটের চেষ্টায় ব্যাটের কানায় লাগে বল। শর্ট থার্ডম্যানে অনবদ্য একটা ক্যাচ কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার সূয়াশ শর্মার।
শেষ বলে হার্ষিত রানা বনাম সানরাইজার্স ক্যাপ্টেন কামিন্স। চার হলে সুপার ওভার, ছয় মারলে জয়। ডট বল দিয়ে কেকেআরকে মাত্র ৪ রানে জেতালেন রানা। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়কতো এই তরুণ বোলারই!
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের অতিমানবীয় ইনিংসে ২০৮ রানের পুঁজি গড়েছিল কলকাতা। ৩ চার ও ৭ ছক্কায় মাত্র ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। রাসেল ঝড়ের পর ইডেনে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেনও (২৯ বলে ৬৩)। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৫ বলে ১৬ রান তোলেন শাহবাজ আহমেদ। যদিও শেষ পর্যন্ত জয়টা হাতছাড়া হয়ে গেছে হায়দরাবাদের।