অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ৮৩ বাংলাদেশিসহ মোট ১৮৬ বিদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আধাধু।
প্রতিবেদনে বলা হয়, ১৮৬ জনের মধ্যে ৮৩ বাংলাদেশি ছাড়াও ৪৩ ভারতীয়, শ্রীলঙ্কার ২৫ জন এবং নেপালের আট নাগরিক রয়েছে। এরা সবাই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ মালদ্বীপ সরকারের।
সোমবার (১২ ফেব্রুয়ারি) মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ ব্যবসা বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্তরা বিদেশি মালিকানাধীন ব্যাংক অ্যাকাউন্টে তাদের রাজস্ব এবং উপার্জন লুকিয়ে রেখেছিল। কিছু ব্যবসা নিবন্ধিত মালিকের পরিবর্তে একজন বিদেশি মাধ্যমে পরিচালিত হতে দেখা গেছে।
মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলী ইহুসান বলেছেন, বিভিন্ন নামে পরিচালিত অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় অর্থনৈতিক মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করছে।
নিবন্ধিত ব্যক্তির পরিবর্তে অন্য কোনো ব্যক্তির ব্যবসা পরিচালনা করার অনুশীলনকে দমন করার জন্য ২০২১ সালের ডিসেম্বরে একটি আইন প্রণীত হয়েছিল দেশটিতে। আইন অনুযায়ী, এই ধরনের ব্যবসার নিবন্ধন বাতিল এবং জড়িত ব্যক্তিদের নির্বাসন বাধ্যতামূলক।
ইমিগ্রেশন কন্ট্রোলার শামান ওয়াহিদ সোমবার বলেছেন, যে ১৮৬ বিদেশিকে অপরাধ করার জন্য পাওয়া গেছে তাদের মালদ্বীপ থেকে বিতাড়িত করা হয়েছে।