স্পোর্টস ডেস্ক : রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কার জেতার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
যে কীর্তিতে আগেই ছিলেন অনন্য, এবার সেটাকেই আরও একধাপ বাড়িয়ে নিলেন মেসি! অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি। চারপাশে এখন সেই বন্দনাই চলছে। তবে মেসিকে অভিনন্দন জানাতে গিয়ে একটু ভুল করে বসল বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।
সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের শ্যালে থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। এরপর পুরস্কারটি মেসির হাতে তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম।
এরপরে মেসিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ইন্টার মায়ামি। ভিডিওতে দেখা গেছে, মেসির মোট আটটি ব্যালন ডি’অর জয়ের কারণে আটটি ট্রফি রাখা হয়েছে। সেগুলো ছিল হলুদ রঙের। কিন্তু সম্প্রতি জেতা ব্যালন ডি’অরের ট্রফি ছিল সোনালী রঙের।
মায়ামির এমন কাণ্ডের বিষয়টি নিয়ে নেটিজেনরা মেতেছেন হাসি-ঠাট্টায়। তবে অনেকে এটিকে ভুল হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন। তবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি যে তা ইচ্ছে করে করেনি, তা আর বোলার অপেক্ষা রাখে না।
১৯৫৬ সাল থেকে চলে আসা এ পুরস্কার মেসির হাতে প্রথম ওঠে ২০০৯ সালে। এরপর টানা ২০১০, ২০১১ ও ২০১২ সাল পর্যন্ত তার থেকে এ পুরস্কারটি কেউ ছিনিয়ে নিতে পারেনি। দুই বছর বিরতি দিয়ে ২০১৫ সালে পঞ্চম ব্যালন ডি’অর ট্রফি ওঠে মেসির হাতে।
এরপর ২০১৯ সালে ষষ্ঠ আর ২০২১ সালে জেতেন সপ্তম ট্রফিটি। প্রথম ছয়টি জেতেন বার্সেলোনায় থাকতে। সপ্তমটি পিএসজিতে যোগ দেয়ার পর। আর এবার রেকর্ডবুকে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে।