স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। কিন্তু ঠিক মুদ্রার বিপরীত চিত্র মেসি দেখছেন তার ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি জাদুতে বিশ্বকাপজয়ীরা উড়লেও ঠিক সেই মেসির ঘাড়ে ভর করেও জয়ের ধারায় ফিরতে পারছে না মায়ামি।
মেসিকে ছাড়া হারের বৃত্তে ধুঁকতে থাকা মায়ামিকে এবারে হারতে হলো মেসিকে নিয়েও। দলের যোগ দিয়েও ক্লাবটির ভাগ্য বদলাতে পারলেন না বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
রোববার (২২ অক্টোবর) ভোরে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ম্যাচটি ছিল মেজর লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ। পুরো ৯০ মিনিট মাঠে থেকেও সেই ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারলেন না লিওনেল মেসি। শার্লটের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শেষ করতে হয় তাকে।