স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটের দারুণ এক জয় পেয়েছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে বাংলাদেশ। জিততে ভারতকে করতে হবে ২৫৭ রান। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন লিটন দাস। ৫১ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪৬ রানের ক্যামিও ইনিংস। আর মুশফিকুর রহিম করেন ৩৮ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
টস
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের ম্যাচটি।