স্পোর্টস ডেস্ক : ইংলিশ পরীক্ষায় ফেল করল বাংলাদেশ। ৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২৭ রানেই অলআউট হয়ে গেল টাইগারা। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার মানল সাকিব আল হাসানের দল।
মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী।
জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।