যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার : তথ্যমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ঢাকা : যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুবই চমৎকার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যেমন দিল্লির সুসম্পর্ক রয়েছে, তেমন ওয়াশিংটন কিংবা ব্রাসেলসেরও সুসম্পর্ক। আমাদের দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে, ‘সবার সঙ্গে সুসম্পর্ক, কারও সঙ্গে বৈরিতা নয়।’

তিনি বলেন, গত কয়েকবছর ধরে বিএনপি এবং তার কিছু মিত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে বলে আসছে। তারা বিদেশিদের কাছে গিয়ে বারবার দেশকে ছোট করেছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলানোর সুযোগ পেয়েছে।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে কিছু দেশের সুসম্পর্ক যেন নষ্ট হয়, সেজন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। শেখ হাসিনা যখন ওয়াশিংটন গিয়েছিলেন তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কোন পর্যায়ে।

আগামী নির্বাচনে জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একটা নিজস্ব মনোনয়ন বোর্ড আছে এবং নিজস্ব জরিপ টিম রয়েছে। নানান সূত্র থেকে শেখ হাসিনা প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই-বাছাই করেন। যেখানে যে প্রার্থী জনপ্রিয় তাকে সেখানেই মনোনয়ন দেওয়া হবে।

সেমিনারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত-উল-ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com