ঢাকা : মেঘনা গ্রুপের অধীনে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মেডিকেল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
পদের নাম- মেডিকেল অফিসার
পদের সংখ্যা- ১টি
কাজের ধরণ- পূর্ণকালীন
কর্মস্থল- দেশের যেকোনো স্থানে
আবেদন যোগ্যতা
১। যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস।
২। সংশ্লিষ্ট বিষয়ে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। মেডিকেল বা সার্জারি বা পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৪। পিজিটি কোর্স বা ডিপ্লোমা সম্পন্ন করলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হতে ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
৬। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
৭। কম্পিউটার সম্পর্কে ধারণা বা প্রশিক্ষণ থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আবেদন প্রার্থীদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন সনদ, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় কাগজ, ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি ও বায়োডাটাসহ জেনারেল ম্যানেজার(এইচআর), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ৫৮-৫৯, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি
৫০০ টাকা
আবেদনের শেষ তারিখ
৪ নভেম্বর ২০২১
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
১। বেতন ৩৫,৫০০-৬০,৭৭০ টাকা
২। আকর্ষণীয় ভাতাসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।