কেন্দুয়ায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

নেত্রকোনা : নাশকতার চেষ্টা ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১০১ আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এসময় ওই এলাকায় বিএনপির ৬০০-৭০০ নেতাকর্মী উপস্থিত হয়ে নাশকতার চেষ্টা চালান। একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে তাপস ও তানভীর নামের পুলিশের এসআই আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ ককটেলসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে বলে জানান ওসি। তবে কয়টি ককটেল উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পূজামণ্ডপ পরিদর্শনে আছি। কাগজ দেখে বলতে হবে।

পুলিশের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে চলমান আন্দোলন থেকে আর সরানো যাবে না।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com