সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র্যাব -১২ সদস্যরা পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের আঃ মতিন (৫২), টুকরা ছোনগাছা গ্রামের ফুয়ারা খাতুন (৪০) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আজিজুল ইসলাম (৩৮)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তেতুলিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ মতিনকে গ্রেফতার করা হয় এবং ওইদিন মধ্যরাতে বগুড়ার শেরপুর উপজেলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেন্সিডিলসহ আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের টুকরা ছোনগাছা এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেন্সিডিলসহ ফুয়ারাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল, ১টি পিকআপ ও ৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।