বিনোদন ডেস্ক : এক বছর বয়স বাড়ল অমিতাভ বচ্চনের। কিন্তু জন্মদিনে নিজের বয়সই ভুলে গেলেন ‘বিগ বি’। সোমবার সকালে ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে অমিতাভ লিখেছিলেন, ‘জীবনের ৮০তম বছরের দিকে পা বাড়ালাম।’ কিন্তু তার ভুল ধরিয়ে দিলেন কন্যা শ্বেতা বচ্চন-নন্দা।
মন্তব্য বক্সে তিনি লেখেন, ‘৭৯’। এরই সঙ্গে একটি হৃদয়ের চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি।
অমিতাভের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতাকে। দিন কয়েক আগে অভিনেতার অনুরাগীদের একাংশ পান মশলার বিজ্ঞাপনে তাকে দেখে ক্ষুণ্ণ হয়েছিলেন। ফেসবুক, টুইটারে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন অনেকেই।
জাতীয় স্তরের এক তামাকবিরোধী সংস্থার পক্ষ থেকেও অমিতাভকে এ ধরনের বিজ্ঞাপনে অবতীর্ণ না হতে অনুরোধ করা হয়। এর পরই সেই পান মশলা সংস্থার সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসেন অমিতাভ। সূত্র: আনন্দবাজার।