ভিসানীতিসহ দেশের সব অসম্মানের জন্য বিএনপি দায়ী: হানিফ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামী লীগের এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফআওয়ামী লীগের এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

মার্কিন ভিসানীতি আওয়ামী লীগ পরোয়া করে না উল্লেখ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ফখরুল সাহেব (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ‘ভিসা নীতিতে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন হয়েছে’ বলেছেন। আমরাও একই কথা বলেছি, একটা স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য এটি অসম্মানজনক। তিনি (ফখরুল) কি ভুলে গেছেন বেগম খালেদা জিয়া ২০১২ সালে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করতে যুক্তরাষ্ট্রের কাছে চিঠি লিখেছিলেন? র‌্যাবের ওপর স্যাংশন দিতে লবিস্ট নিয়োগ করে বিএনপি কাজ করেছিল। ভিসানীতিসহ দেশের সব অসম্মানের জন্য বিএনপি দায়ী। দেশকে ধ্বংস করতে তারা ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দ্বশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে হানিফ বলেন, সেই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে আসলে রাজপথে প্রতিহত করা হবে। আমরা শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে আপসহীন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আমরা এই পর্যন্ত এসেছি। আগামী নির্বাচনে বাধা দিতে আসলে রাজপথে তাদের প্রতিহত করা হবে।

তিনি বলেন, ‘৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার জন্য সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে ভোট ও ভাতের অধিকার রক্ষার লড়াই শুরু করেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দিপু মনি প্রমুখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com