ঢাকা : আওয়ামীলীগের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, কোনো স্বৈরশাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। তাদের পরিনতি হয় ভয়াবহ। এক দফা আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। এবং সকল গুম-খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের রোড মার্চ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন ।
টুকু বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা এখন পুরোপুরি সরকারের হাতে। বিচারব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদি সরকারকে বিদায় করতে হবে।
এই সরকারের বিদায় হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি পাবে। দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসতে পারবে। দেশের জনগণ বাঁচতে পারবে। এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তাই এ সরকারকে বিদায় নিতে হবে।
যুবদল সভাপতি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। বিজয় আমাদের সুনিশ্চিত।
সভায় উপস্থিত ছিলেন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম বনি, গোলাম মোস্তফা সাগর, দিপু সরকার,মহসিন মোল্লা, হারুনুর রশীদ শিশির, নুরুজ্জামান লিটন, কামরুজ্জামান দুলাল, রেজাউল কবির পল, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক রয়েল, শাহ আলম চৌধুরী, জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, এড. আজিজুর রহমান আকন্দ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাইদ ইকবাল টিটু, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।