ঢাকা : সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন,ডেঙ্গু সমস্যা সমাধানে এই সরকার ও ঢাকার দুই সিটির মেয়র চরমভাবে ব্যর্থ হয়েছেন ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে প্রতিরোধে সচেতনতা’র জন্য ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি’র উদ্যেগে লিফলেট বিতরণের পূর্বে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়েছে। করোনার সময় এই সরকার লুটপাট করে মানুষকে মিথ্যা সার্টিফিকেট দিয়ে দূর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল। এই সরকার কখনোই জনগণকে সচেতন করবেনা। জনগণের জন্য কিছু করবেনা। এই সরকার লুটপাটে ব্যস্ত। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের জনগণের উপকার তো হবেইনা বরং ক্ষতি হবে বেশী।
দেশের সব দেশপ্রেমিক মানুষ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে দেশের এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান যুবদল সভাপতি।