যেখানে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে গতকাল শত রান করেছেন বিরাট কোহলি। ৯৪ বলে খেলেছেন অপরাজিত ১২২ রানের ঝড়ো ইনিংস। আর তাতে স্বদেশি শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ড গড়েছেন কোহলি।

দ্রুততম ১৩ হাজার রানের ক্লাবে ঢুকতে শচীনের ইনিংস খেলতে হয়েছিল ৩২১টি।

আর কোহলি তা করেছেন ২৬৭ ইনিংসে। এছাড়া শচীনের ওয়ানডে শতক ৪৯টি। আর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে সোমবার কোহলি হাঁকিয়েছেন নিজের ৪৭ তম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ২৬৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান কোহেলি। রঙিন পোশাকে শচীনকে স্পর্শ করাটা এখন কোহলির কাছে শুধুই যেন সময়ের অপেক্ষা।

৪৭তম ওয়ানডে সেঞ্চুরি করতে শচীনকে অপেক্ষা করতে হয়েছিল ৪৩৫ ইনিংস পর্যন্ত। শচীনের চেয়ে ১৬৮ ইনিংস কম খেলে দ্রুততম ৪৭টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির দখলে।

বর্তমানে কোহলির মোট সেঞ্চুরির সংখ্যা ৭৭টি। শচীনের একশ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে, আরও ২৩টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে।

ওয়ানডেতে ১৩ হাজারি ক্লাবের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং (৩৪২ ইনিংস), কুমার সাঙ্গাকারা (৩৬৩ ইনিংস) ও সনাৎ জয়সুরিয়া (৪১৬ ইনিংস)।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com