শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে বহিষ্কার হলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার দায়ে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুব মহিলা লীগ। অভিযুক্ত ওই নেত্রী ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ মিশু।

শনিবার (১৯ আগস্ট( রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহনাজ মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে, সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, মারধর ও পাঁচতলার ব্যলকনী থেকে নিচে ফেলে হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে মেহনাজ মিশু নামের যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে আজ শনিবার (১৯ আগস্ট) সকালে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী এক কিশোরীর মা কল্পনা বেগম।

ওই অভিযোগের প্রেক্ষিতে আজ সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন গেন্ডা এলাকার নিজ বাসা থেকে মেহনাজ মিশুকে আটক করে পুলিশ। পরে ভূক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় মেহনাজ মিশুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মেহনাজ মিশু বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের স্বাক্ষর নকল করে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নিজেকে পরিচয় দিতেন বলে জানিয়েছেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার। তবে মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বলে জানা গেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com