স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে ফরম্যাটটিতে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মারা। তাদের বাদ দিয়েই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারত স্কোয়াড দিয়ে আসছে। চলমান সিরিজে অনুপস্থিত দুজনের প্রসঙ্গ ওঠে এসেছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্সের কথায়। তার মতে, বোলারদের কাছে রোহিতের চেয়ে কোহলির উইকেট বেশি গুরুত্বপূর্ণ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে না থাকলেও, টেস্ট ও ওয়ানডে ছিলেন রোহিত-কোহলি। যদিও তাদেরকে বিশ্রামে রেখেই ভারত শেষ দুটি ওয়ানডে খেলতে নেমেছিল। দ্বিতীয় ম্যাচে তাদের শোচনীয় পরাজয় হলেও, ঈশান কিষান ও শুভমান গিলদের মতো তরুণদের নৈপুণ্যে শেষ পর্যন্ত সিরিজ জিতে ভারত। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে তাদেরকে হারায় ক্যারিবীয়রা।
এরপর এক অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দলটির গুরুত্বপূর্ণ সদস্য মায়ার্সকে। সেখানে রোহিত-কোহলির মধ্যে কার উইকেট পেতে ভালো লাগে, এমন প্রশ্নে এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘কোহলি, আমি মনে করি। পৃথিবীর যেকোনো বোলার কোহলির উইকেট নিতে চাইবেন। আমি মনে করি, ক্রিকেটের তিন ফরম্যাটেই এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটার কোহলি।’
সর্বশেষ আইপিএলেও মায়ার্সের সঙ্গে এক ম্যাচে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন কোহলি। সেই প্রসঙ্গে মায়ার্স বলছেন, ‘বিষয়টা কিন্তু বেশ ভালো ছিল। সবার প্রয়োজন প্রতিপক্ষ ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের ছোটখাটো ঝুঁকি নেওয়া। ওই ঝগড়া, কথা কাটাকাটি একটা জিনিস স্পষ্ট করে দেয়, দলকে জেতাতে কতটা মরিয়া থাকে প্লেয়াররা।’
১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।