হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা, প্রতিবাদকারীকে মারধর

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় স্কুলে মুসলিম মেয়েদের হিজাব পরে প্রবেশে বাধা দেয়ার বিষয়ে আপত্তি জানানোয় মুসলিম ছাত্রকে মারধর করেছে ডানপন্থি গোষ্ঠী।

রাজ্যের সেপাহিজলা জেলার বিশালগড় মহকুমা এলাকায় শুক্রবার করইমুড়া স্কুলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, দশম শ্রেণির ছাত্রকে স্কুলের সামনে মারধর করে সংঘবদ্ধ দলটি। প্রধান শিক্ষকসহ কোনো শিক্ষক তাকে উদ্ধার করতে আসেনি।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। তাদের ভাষ্য, হামলাকারীরা ছিল বহিরাগত; কোনোভাবেই স্কুলের সঙ্গে সম্পৃক্ত নয় তারা।

করইমুড়া স্কুলের প্রধান শিক্ষক প্রিয়তোষ নন্দী বলেন, সাবেক ছাত্রদের একটি দল এক সপ্তাহ আগে স্কুল প্রাঙ্গণে এসে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত বলে দাবি করে।

তার ভাষ্য, সাবেক ছাত্ররা হিজাবকে সরকার নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অভিহিত করে এর ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানায়।

হিজাব নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় প্রধান শিক্ষক মৌখিকভাবে ছাত্রীদের হিজাব না পরার নির্দেশ দেন।

রাজ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com