স্পোর্টস ডেস্ক : লংকান প্রিমিয়ার লিগে অভিয়েকেই হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেন বাংলাদেশের তৌহিদ হৃদয়। দেশের বাইরে এটিই হৃদয়ের প্রথম কোন টুর্নামেন্ট।
লঙ্কান লিগের উদ্বোধনী ম্যাচেই জাফনা কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন হৃদয়।
ফর্মে থাকা হৃদয় নিজেকে মেলে ধরতে সময় নিলেন না। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে করেছেন ফিফটি। তার ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৭৩ রান তোলে জাফনা।
৩৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন হৃদয়। ইনিংসের ৯ বল বাকি থাকতে চামিকা করুনারত্নের শিকার হন তিনি। ৩৯ বলে হৃদয়ের ৫৪ রানের ইনিংসটি ছিল ৪ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো।
জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। ওপেনার ডিকুয়েলা ৫৮ রান করলেও বাকিরা ব্যাটাররা তেমন একটা রান করতে পারেননি।
জাফনার হয়ে তৌহিদ হৃদয় মাঠে নামলেও, কলম্বোর হয়ে মাঠে নামার সুযোগ হয়নি আরেক বাংলাদেশী শরিফুল ইসলামের।