স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্স করেই চলেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসার আগুন ঝড়ানো বোলিংয়ে গতকাল এক ওভারেই তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। আর এমন দিনে জয় পেয়েছে তার দল বুলাওয়ে।
বুলাওয়ের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল শুরুটা ভালোই করেছিল কেপটাউন স্যাম্প আর্মি। মারমুখী ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিল ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তাসকিনের উপরও চড়াও হয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই স্পিডস্টারের বলেই সাজঘরের পথ দেখেছেন তিনি।
গুরবাজের পর একই ওভারে রানের খাতা খোলার আগেই আরেক ব্যাটার ম্যাথু ব্রিজকেও আউট করেন তাসকিন। ফলে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে থাকা কেপটাউন নিজেদের ছন্দ হারিয়ে ফেলে।
এরপর শেষ পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান করতে পারে তারা। ফলে ৪ রানের জয় পায় বুলাওয়ে।
এর আগে ব্যাট করতে নেমে বুলাওয়ে ব্যাটার ইনোসেন্ট কাইয়ার ৫২ এবং ব্যু ওয়েবস্টারের ২৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ১২৫ রানের সংগ্রহ গড়ে তাসকিনের দল। গতকালের ম্যাচ জয়ের পর ৭ ম্যাচ শেষে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে বুলাওয়ে, শীর্ষে আছে কেপটাউন।