কুমিল্লা : কুমিল্লার বুরিচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ ৩ জন নিহত হন। শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- রিকশা চালক ইসমাইল হোসেন সাগরের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামে, যাত্রী আব্দুল আহাদের বাড়ি হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকায়, অপর এক জনের পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে জানান ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান।
এসআই বলেন, ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।