ঢাকা : সাশ্রয়ী দামে ভালো মানের ক্যামেরার ফোন আনল রিয়েলমি। মডেল রিয়েলমি সি৫১। ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিজাইন দেখা যাবে ফোনটিতে।
ফোনটিতে ৮ জিবি র্যাম ব্যবহার করেছে রিয়েলমি। স্টোরেজ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। ফোনের ডান দিকে থাকবে পাওয়ার ও ভলিউম বাটন এবং বাম দিকে থাকবে সিম স্লট।
এতেও ডুয়াল ক্যামেরা সেট-আপ থাকছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
এছাড়া আরও একটি চমক এটির মিনি ক্যাপসুল ফিচার যা নচের উভয় দিকেই থাকবে। সাম্প্রতিক আইফোনগুলিতে এই ধরনের ফিচার দিয়েছে অ্যাপেল যার নাম রাখা হয়েছে ডাইনামিক আইল্যান্ড।
এই ক্যাপসুল ফিচারের ফোনের ডেটা ইউসেজ, স্টেপ কাউন্ট, চার্জিং স্টেটাস ও নোটিফিকেশন ইত্যাদি দেখা যায়। তাই সত্যি যদি এমন সুবিধা রিয়েলমির ফোনে পাওয়া যায় তাহলে এটি বড় চমক হবে সংস্থার পক্ষ থেকে। ব্যাটারির ক্ষেত্রে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। যা চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে।
ফোনটির কেনা যাবে ১২ হাজার টাকার মধ্যে।