শিরোনাম

আগামীকাল বিএনপির শোক র‍্যালির ঘোষণা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

ঢাকা : লহ্মীপুরে পদযাত্রায় বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় দলটি নয়াপল্টনে শোক র‍্যালি করার ঘোষণা দিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার(১৯ জুলাই) যাত্রাবাড়িতে পদযাত্রার সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন।

বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গতকাল ও আজকে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে এ হাসিনার অধীনে আর দেশ চলতে পারে না। এই সরকারের চুরি, লুন্ঠনের বিরুদ্ধে জনগণ জেগেছে।

তিনি বলেন, এ সরকারের প্রয়োজন নেই, এ মূহুর্তে তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের ভোট চুরির কারণেআজ দেশের মানুষ ভোট দেয়া ভুলে গেছে-আমরা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় এসেছি।

সাবেক এই মন্ত্রী বলেন, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত পায়ে হেটেঁ আন্দোলন করতে পারে, তারা সফল হবে ইনশাআল্লাহ। প্রতিটি গুলির হিসাব দিতে হবে, পই পই করে হিসাবে নেয়া হবে, কোন অপরাধী পুলিশ রেহাই পাবে না।

সাবেক বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের বড় মীর জাফর আখ্যা দিয়ে আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা ধ্বংস করেছে, গত ১৫ বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যারা গুম খুন হয়েছে- এর প্রত্যেকটির জন্য খায়রুল হক কে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম,জয়নুল আবদিন ফারুক, ডা. ফরহাদ হালীম ডোনার, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি নেতা ফজলুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com