গল টেস্টে পাকিস্তান-শ্রীলঙ্কার সমানে-সমান লড়াই

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্ট সিরিজের প্রথমটির খেলা। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির বাঁধা। তবুও লঙ্কান বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে সুবিধাজনক অবস্থায় পৌঁছেছে বাবর আজমের দল। ৫ উইকেটে ২২১ রান নিয়ে লিডের আশায় আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে তারা।

প্রথম দিনের মত দ্বিতীয় দিনের শুরুতেও বেরসিক বৃষ্টির বাগড়ায় বন্ধ থাকে ম্যাচ। এরপর খেলা শুরু হতেই আগের দিন সেঞ্চুরির অপেক্ষায় থাকা ধনঞ্জয়া ডি সিলভা ছুঁয়ে ফেলেন শতক। তার ১২২ রানের ইনিংসে ভর করেই ৩১২ দলীয় সংগ্রহে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

এরপর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তানি ব্যাটাররা। লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে দলীয় সংগ্রহ দুই অঙ্ক স্পর্শ না করতেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৩ রান যোগ না হতেই বিদায় নেন ওপেনার ইমাম উল হক। এরপর প্রবাদ জয়াসুরিয়া আরও তিন উইকেট তুলে নিলে ১০১ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা।

পাকিস্তানিদের দলীয় সংগ্রহ ১০১ রানেই পাঁচ উইকেট যখন বিপর্যয়ের মুখে তখন দলের হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটার সৌদ সালমান এবং আগা শাকিল। এ দুজনের ব্যাটে ভর করেই বাকি দিন আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় আরও ১২০ রান।

দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে সৌদ-সালমান মিলে গড়েছেন ১২০ রানের জুটি। আজ লঙ্কানদের চেয়ে ৯১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে পাকিস্তান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com