ঢাকা: রাজধানীতে রাজারবাগ এলাকায় এসবিতে কর্মরত এক নারী কনস্টেবলের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ।
সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সোহেল (৩০), আক্তার ওরফে সোহরাব (৩২), আবির হোসেন ওরফে রাসেল (২৫) ও রনির (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, পিকআপ ও লুন্ঠিত টাকা এবং চারটি স্মার্ট মোবাইল, তিনটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গত ১২ মে ভোর সাড়ে তিনটার দিকে মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত নারী কনস্টেবল নার্গিস আক্তার (৩৩) রিকশাযোগে ভিভিআইপি ডিউটির জন্য অফিস যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি এ ঘটনায় মামলা করেন।
ওই ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম।
তিনি জানান, ১২ মে ভোর সাড়ে তিনটার দিকে মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত নারী কনস্টেবল নার্গিস আক্তার রিকশায় করে ভিভিআইপি ডিউটি করার জন্য অফিস যাচ্ছিলেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের মোড়ে পৌঁছার পর পেছন থেকে একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ি তার রিকশাটিকে চাপ দেয়। পরে পিকআপ গাড়ির পেছন থেকে দুজন নেমে তার হাত ধরেন এবং অন্যজন গলায় চাকু ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গলায় থাকা স্বর্ণের একটি চেইন, হাতে থাকা ছোট ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের ভেতরে নগদ ৫ হাজার টাকা, একটি শাওমি নোট ৮ মোবাইল ফোন ( মূল্য অনুমান ৪৫ হাজার টাকা) ও একটি বাটন স্যামসাং মোবাইল ফোন, মূল্য ৩ হাজার টাকা, এসবির আইডি কার্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে এ বিষয়ে পল্টন মডেল থানায় মামলা করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল জোন) মো. রওশানুল হক সৈকতের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।